ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৩:৫১ পিএম
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র বাছাইকৃত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী ‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সেশন পরিচালনা করেন। এতে ব্যাংকের ৫০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এসএস
 

Link copied!